বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাথে নবনিযুক্ত সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২ | আপডেট: ১১:২৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

আহমেদ ক্বাবির: যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনে নবনিযুক্ত সহকারী হাইকমশিনার মোহাম্মদ আলীমুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বার্মিংহাম বাংলা প্রেসক্লাব। বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের বিভিন্ন সদস্যদের উপস্থিতিতে ১৫ ফেব্রæয়ারী মঙ্গলবার বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নবনিযুক্ত সহকারী হাইকমশিনার মোহাম্মদ আলীমুজ্জামান আগত গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বার্মিংহামসহ পাশর্^বর্তী এলাকায় থাকা বাংলাদেশী কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী,স্বাধীনতার পঞ্চাশ বছর এবং যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের ক‚টনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পুর্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলা বাংলাদেশের ভালো দিকগুলো তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সৌজন্য সাক্ষাতে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সদস্যরাও বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন। এসময় বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের কাউন্সিলর স্বর্ণালী চন্দ উপস্থিত ছিলেন।

বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের সঞ্চালনায় সৌজন্য সাক্ষাতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা ও বাংলা কাগজের সেক্রেটারী খসরু খান,ফাইনেন্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল,কলামিষ্ট শেবুল চৌধুরী,কবি মুফিদুল গণি মাহতাব,সাংবাদিক বেলাল বদরুল,লোকমান হোসেন কাজী,আবু এইচ চৌধুরী সুইট,আব্দুল লতীফ,রাশিয়া খাতুন ও রিয়াদ আহাদ প্রমূখ।