করোনা ইউনিটে চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২ | আপডেট: ১২:২৫:অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এক চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও জেলায় নতুন করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃত চিকিৎসকের নাম জাহেদুল ইসলাম (৬১)। তিনি স্বাস্থ্য অধিদপ্তর এর সহকারী পরিচালক হিসেবে অবসর কালীন ছুটিতে ছিলেন।

মুন আরও বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৬ জনসহ মোট ৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৮ জন করোনা পজেটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যান্টিজেন টেস্টে ৩৭৭ টি নমুনা পরীক্ষা করে ১১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.২৩ শতাংশ।