বাংলা কাগজের মতবিনিময় সভা

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

লোকমান হোসেন কাজীঃ  বাংলদেশের গণমাধ্যমকর্মীদের সাথে যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পারিক সহযোগিতা   সংযোগ স্থাপন নিয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বার্মিংহামের লজেলস্থ সিক্স ওয়জ বিজনেস সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করে ইংল্যান্ডস্পেন বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্র বাংলা কাগজ। বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বাংলাকাগজের পরিচালকউপদেষ্টাসম্পাদনা পরিষদ এবং শুভাকাংখীদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারী খছরু মোহাম্মদ খান।  এতে মূল আলোচক হিসেবে যোগ দেন অনষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাজ্যে সফররত সিলেটের প্রতিথযশা সাংবাদিক সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ নজরুল। মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের মধ্যে যোগ দেন বাংলা কাগজের  ডাইরেক্টর আব্দুল কাদির আবুল, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা ফয়জুর রহমান চৌধুরী এমবিইবার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি ও  চ্যানেল আইয়ের বাংলাদেশ প্রতিনিধি আব্দুলআহাদ সুমন,আই অন টিভির বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজীযমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদবিঅনটিভির মাহবুবুল হাসান শরীফবাংলা কাগজের মিজান রেজা চৌধুরী প্রমূখ।  এছাড়া কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেনবাংলা কাগজের উপদেষ্টামন্ডলীর সভাপতি মাফিজ খানউপদেষ্টা ডাঃ সমুজ মিয়া, এমদাদুল হক লাভলুজাহেদ উদ্দিন সাজু, অর্গেনাইজেশন ফর দি বাংলা এজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ-এর সাধারণ সম্পাদক তফাজ্জুল হোসেন চৌধুরী, বার্মিংহাম সিটি কাউন্সিলের সিনিয়র কর্মকর্তা আলতাফ হোসেনবিশিষ্ট ব্যবসায়ী এম জাকির হোসেনসেবা কেয়ারের সিনিয়র কর্মকর্তা আব্দুল মুহিত এবং বাংলা কাগজের সেলস এসিসটেন্ট জুনেদ আহমেদ প্রমুখ।