লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন ঘিরে বার্মিংহামে এমাদ-তাইসীর-মুরাদ পরিষদের মতবিনিময়

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২ | আপডেট: ৭:২৬:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

সুহেল তালুকদার: যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকা বাংলা গণমাধ্যমকর্মীদের নিজ প্যানেলের পক্ষে সমর্থনের প্রত্যাশায় আগামী ৩০ জানুয়ারী রোববার লন্ডনে অনুষ্ঠিতব্য লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনের প্রার্থী ও সমর্থকরা নানাভাবে গনসংযোগসহ -প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সমর্থন আদায়ের লক্ষ্যে এমাদ-তাইসীর-মুরাদ পরিষদের পক্ষ থেকে বার্মিংহামেও এক মতবিনিময় সভায় যোগ দেয় এমাদ-তাইসীর-মুরাদ পরিষদের প্রার্থীও সমর্থকবৃন্দ। গত ২৪ জানুয়ারী বার্মিংহামে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এমাদ-তাইসীর-মুরাদ পরিষদের সভাপতি-সম্পাদক-কোষাধ্যক্ষসহ নির্বাচনে প্রতিদ্ধন্ধিতাকারী সকল প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের সকলের সমর্থন প্রত্যাশা করেন। বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই বাংলাদেশের যুক্তরাজ্য প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনে অংশ নেওয়া  এমাদ-তাইসীর-মুরাদ পরিষদের প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী এমাদ চৌধুরী,সাধারণ সম্পাদক প্রার্থী তাইসির মাহমুদ,কোষাধ্যক্ষ প্রার্থী আব্দুল কাদির চৌধুরী মুরাদ,সহ-সভাপতি প্রার্থী ব্যরিষ্টার তারেক চৌধুরী ও রহমত আলী,সহকারী কোষাধ্যক্ষ প্রার্থী পলি রহমান,সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক প্রার্থী রুপি আমিন,গণমাধ্যম ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আব্দুল কাউয়ুম,অনুষ্টান ও ব্যবস্থাপনা সম্পাদক প্রার্থী রেজাউল করীম মৃধা,নির্বাহী সদস্য প্রার্থী নাজমুল হোসেন,শাহনাজ সুলতানা,আনোয়ার শাহজাহান,সাহিদুর রহমান সুহেল ও আজিজ হক কায়েস। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ মোস্তফা চৌধুরী যুবরাজ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম, বাংলা কাগজের সেক্রেটারী খসরু খান, ফাইনেন্স ডাইরেক্টর আলহাজ¦ আব্দুল কাদির আবুল,বিঅন টিভির প্রধান নির্বাহী আব্দুল মাইন চৌধুরী সুমন,বাংলা কাগজের মিজান রেজা চৌধুরী,যমুনা টিভির রিয়াদ আহাদ,বার্মিংহাম জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ ফয়জুর রহমান চৌধুরী এমবিই,বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মাফিজ খান ও বিঅন টিভির শিপন আহমেদ প্রমূখ। উল্লেখ্য লন্ডন বাংলা প্রেসক্লাবের এবারের নির্বাচনে এমাদ-তাইসীর-মুরাদ পরিষদ ছাড়াও সাত্তার-মোসলেহ-সালেহ পরিষদ নামে অন্য একটি প্যানেল এবং আরো তিনজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্ধন্ধিতা করছেন।