ব্রাইট একাডেমির উদ্যোগে ‘ব্রাইট স্কলারশিপ” এর আয়োজন

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫ | আপডেট: ৭:৫৩:অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান ব্রাইট একাডেমির উদ্যোগে শিক্ষাবৃত্তি কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪নভেম্বর) মহসিন শপিং সেন্টারস্থ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্রাইট শিক্ষাবৃত্তির আহবায়ক সম্রাট সূত্রধর এর উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক ফখরুদ্দিন খান পারভেজ, সৈয়দ নজরুল হাসান, কাউন্সিলর শাহ সালাউদ্দিন টিটু, ফয়সল রহমান, মশিউর রহমান, ইকবাল হোসেন, হাসবী সাঈদ চৌধুরী ও মো. লুৎফুর রহমান প্রমুখ।

শিক্ষাবৃত্তিতে তিনটি শ্রেণীর অংশগ্রহণের সুযোগ থাকবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৫ নভেম্বর এর মধ্যে টাউন হল রোডস্থ ব্রাইট একাডেমির অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। পরবর্তী ধাপে ১৩ ডিসেম্বর (শনিবার) বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

এই উদ্যোগের প্রশংসা করে অতিথিবৃন্দ বলেন, “ব্রাইট একাডেমির এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা সৃষ্টি করবে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”