বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড এখন ভাস্কো দা গামার দেশ পর্তুগালে !!!
যারা পর্তুগালে বসবাস করছেন বহুদিন ধরে ; মেধা-মনন-স্পৃহা দিয়ে বাঙালি কমিউনিটির সুখ-দুঃখ আনন্দ বেদনায় সাফল্যে গৌরবে যাদের রয়েছে নানা অবদান। ব্যবসা-বাণিজ্যে শিক্ষা সংস্কৃতিতে যারা সুনাম কুড়িয়েছেন, বাংলা কাগজ পর্তুগালের সেইসব কুশীলবদের সম্মানিত করতে চায়; চায় নুন্যতম মূল্যায়ন। পর্তুগালের বাঙ্গালীদের গৌরবের ভাগীদার হতে বাংলা কাগজ প্রদান করতে যাচ্ছে পর্তুগাল লাল হাবেলী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড -২০২৩। আগামী ১২ই ফেব্রæয়ারি সোমবার ২০২৪ পর্তুগালের অভিজাত ঝাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের বাঙালি কমিউনিটির খ্যাতিমান ব্যক্তিত্ব,সংস্কৃতিকর্মী,গণমাধ্যমকর্মীসহ মুলধারার শীর্ষজনদের উপস্থিতিতে এই এওয়ার্ড প্রদান করা হবে। আপনি কিংবা আপনার পরিচিত কেউ এই এওয়ার্ড প্রাপ্তির যোগ্য মনে করেন তবে শীঘ্রই যোগাযোগ করুন।
বিস্তারীত যোগাযোগ :
জাকির হোসেন 00351 920 010 655
গোলাম আজম 00351 920 570 118
E-mail : info.banglakagoj71@gmail.com