কুলাউড়া পৌরসভার ৭০ কোটি ০৭ লাখ ১৯ হাজার১২৪ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫ | আপডেট: ১২:৪১:পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ   

কুলাউড়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত ৭০ কোটি ০৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিন। সোমবার (৩০ জুন) বিকেলে ৫ টায় পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বাজেট ঘোষণা করেন।

ঘোষণাকালে পৌর প্রশাসক বলেন, চলতি অর্থবছরে শহরের প্রধান রাস্তার পাশের ড্রেন ও ফুটপাত নির্মাণ চলমান। এই গুলি বাস্তবায়ন হলে যানজট দূর হবে এবং শহরের মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।

তিনি কাঙ্ক্ষিত উন্নয়ন পেতে হলে নিয়মিতভাবে ট্যাক্স পরিশোধ করার জন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন, কুলাউড়া পৌরসভা ‘তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পে’ অন্তর্ভুক্ত করার ফলে রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, কালভার্টসহ পৌর এলাকার বিভিন্ন অবকাঠামোর উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব ব্যয় ৪ কোটি ৯৪ লাখ ৩২ হাজার ৫০০টাকা এবং উন্নয়ন ব্যয় ৬৬ কোটি ১২ লাখ ৮৬ হাজার ৬২৪ টাকা দেখানো হয়েছে। রাজস্ব খাতের মোট আয় ৫ কোটি ১২ লক্ষ ১২ হাজার ৮৭৪ টাকা ও উন্নয়ন খাতের মোট আয় ৬৬ কোট ১৯ লাখ ৬৯ হাজার ৫১ টাকা। সর্বমোট আয় ৭১ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৯২৫ টাকা ও ব্যয় ৭০ কোটি ০৭ লাখ ২৯ হাজার ১২৪ টাকা। বাজেটে উদ্বৃত্ত ২৪ লাখ ৬২ হাজার ৮০১ টাকা

বাজেট অনুষ্ঠানে পৌর কাউন্সিলর দায়িত্বে উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভুইয়া, উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ জাকির হোসেন, জামায়াতের আমির আব্দুল মুনতাজিম ও সম্পাদক বেলাল উদ্দিন চৌধুরী,
সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন বাচ্চু, জহিরুল ইসলাম খান খসরু, কাওসার আরিফ, মহিলা কাউন্সিলর সুলতানা বেগম লাইলী, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসানসহ কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।