কুলাউড়ায় স্কুল ছাএীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫ | আপডেট: ৬:৫৫:অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় সুরাইয়া ইয়াসমিন রুহি (১৬) নামের এক স্কুল ছাএীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পৌর শহরের উছলাপাড়া এলাকায় খালার বাড়িতে এ ঘটনা ঘটে। সে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো এবং তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করছিলো।

নিহত রুহি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া এলাকার শেখ রোমান আলীর মেয়ে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি নিহত রুহির পরিবারের বরাত দিয়ে জানান, রাতে খাওয়ার পর রুহি স্বাভাবিকভাবেই ঘুমাতে যায়। সকালে খালা ডাকতে গেলে ঘরের ভেতর তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।