
ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারসহ উন্নয়নে সিলেটবাসীর ন্যায্য অধিকারের দাবি জানিয়ে নানা কর্মসূচির ডাক দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১২ অক্টোবর) এক ঘণ্টার প্রতীকী ‘শাটডাউন’ কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের দোকানপাট বন্ধ রেখে চলে এই কর্মসূচি।
নগরের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় প্রতিবাদ সমাবেশ। পরে জেলা প্রশাসকের কাছে দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি পেশ করেন আরিফুল হক চৌধুরী।
সমাবেশে সিলেটের বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন।
এর আগে শনিবার (১১ অক্টোবর) দিনভর নগরজুড়ে কর্মসূচি ঘিরে চলে ব্যাপক প্রচারণা হয়। মাইকিং করা হয় এবং বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়। সিলেটের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকও করেন আরিফুল হক চৌধুরী।
দুপুরে সমাবেশ আরিফুল হক চৌধুরী বলেন, ‘‘সড়কপথ, রেলপথ ও আকাশপথে সিলেটের যোগাযোগ ব্যবস্থার চরম দুরাবস্থা আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ঢাকা-সিলেট মহাসড়কের যানজট, রেলপথে বগি সংকট ও টিকিট কালোবাজারি, আর আকাশপথে বিমানের টিকিটমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি- সব মিলিয়ে সিলেটবাসী অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন।’’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘‘বর্তমান অন্তর্বর্তী সরকারও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সিলেটবাসীর যাতায়াতের বিড়ম্বনা চরমে পৌঁছেছে। তাই উন্নয়ন চাই-স্বচ্ছ, টেকসই ও পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা চাই।’’
তিনি আরো জানান, ‘‘আজকের এক ঘণ্টার এই কর্মসূচি সিলেটবাসীর ঐক্য ও প্রতিবাদের প্রতীক। যদি সরকারের পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিকার না আসে, তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’’
এর আগে বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর বাসভবনে সুশীল সমাজ, শিক্ষক, পরিবহন ও ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক হয়। সেখানে রবিবারের এই প্রতীকী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আরো দাবি জানানো হয়, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি সংযোজন এবং সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে আনার।