জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৫নভেম্বর শনিবার বিকেলে পৌর শহরের রুদ্রবীনা সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ড. রজত কান্তি ভট্রাচার্য্য ভানুর সভাপতিত্বে ও সাংবাদিক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি বকশী ইকবাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক এম এ রহিম, সদস্য বুলবুল খান, জাহাঙ্গীর আলম।
সভায় সর্ব সম্মতিতে ড. রজত কান্তি ভট্রাচার্য্য (ভানু) কে সভাপতি, মোঃ খালেদ পারভেজ বখশকে সাধারন সম্পাদক ও মো: মছব্বির আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যন্যরা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব এস এম জামান মতিন ও এনামুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল ও আশরাফুল ইসলাম খান হিরো, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ ডি রুবেল, কোষাধ্যক্ষ মাহফুজ শাকিল, দপ্তর সম্পাদক মহিউদ্দিন রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জব্বার।
সদস্য, সিপার উদ্দিন আহমদ, আজিজুল ইসলাম, আতিকুর রহমান আখই, ইসলাম উদ্দিন জ্ঞানী, আলমাছ পারভেজ তালুকদার, মো. তারেক হাসান, সৈয়দ আশফাক তানভীর, একেএম জাবের, এস আর অনি চৌধুরী, আব্দুল করিম বাচ্চু, সাইফুর রহমান, বদরুল ইসলাম, হাবিবুর রহমান হোসাইন, নুরুল হুদা, কামরুল ইসলাম, ছাদিকুর রহমান শিপলু, লিংকন তালুকদার, ইব্রাহীম আলী, মিফতা আহমদ রাফি, ময়জুল ইসলাম, শেখ বদরুল ইসলাম রানা, তানজীম আহমদ, শাহরিয়ার চৌধুরী প্রমুখ।

