পুলিশের মিস ফায়ারে সিলেটে ওসি শামসুদ্দোহা আহত

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩ | আপডেট: ১০:১৮:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

সিলেট প্রতিনিধি

এক পুলিশ কনস্টেবলের মিস ফায়ারে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মিস ফায়ারে তিনি আহত হন।

 

পুুলিশ সূত্রে জানাগেছে, দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর (পুলিশ কনস্টেবল) শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হলে আহত হন ওসি শামসুদ্দোহা।

 

এপ্রসঙ্গে সিলেট এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখ গণমাধ্যমকে জানান, এটা তেমন কিছু নয়। পুলিশ কনস্টেবলের শটগান থেকে হঠাৎ অসাবধানতাবশত গুলি বের হলে ওসি শামসুদ্দোহা সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি সারাদিন তার দায়িত্ব পালন করেছেন।