সিলেট নগরী: ঘরের ভেতরে মিললো প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত লাশ

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২২ | আপডেট: ১১:৩২:পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

সিলেট নগরীর শাহপরান থানার বালুচর এলাকার একটি বাসা থেকে এক ওমান প্রবাসীর স্ত্রী আফিয়া বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে তিন বছর বয়সী নুরী নামের এক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা, দুর্বৃত্তরা দুই-তিনদিন আগে ওই নারীকে হত্যা করেছে। নিহতের হাতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, নগরীর বালুচর এলাকার সিকান্দর মহলের পাঁচতলা বাড়ির নিচতলায় থাকতেন আফিয়া বেগম। মঙ্গলবার রাতে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সন্দেহ হয়। প্রতিবেশিরা বাসার দরজা বাইরে থেকে তালা দেওয়া দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তালা ভেঙে বাসার ভেতর প্রবেশ করি। এসময় খাটের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখি। দেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশেই পড়েছিল তার শিশু সন্তান। কাছে গিয়ে দেখতে পাই শিশুটি নিঃশ্বাস নিচ্ছে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বাচ্চাটি জীবিত আছে।’

তিনি আরও বলেন, ‘প্রায় দুই বছর আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন মারা যাওয়া নারী। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দুই-তিনদিন আগে ওই নারীকে হত্যা করেছে। তার হাতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখা গেছে। শিশুটি না খেতে পেয়ে অচেতন অবস্থায় ছিল।’

আনিসুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে বাসায় চুরি-ডাকাতির কোনো আলামত মেলেনি।’