কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২ | আপডেট: ১:১৬:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

শুক্রবার (২৮  জানুয়ারী) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই নাঈমুল হাসান, এএসআই নিপ্রেশ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় জুয়া খেলার তাস ও নগদ ১০,৮৪০ টাকা জব্দ করা হয়।

 

আরো পড়ুন: রবিরবাজার “উপজেলা” সময়ের দাবী

 

গ্রেফতারকৃতরা হলেন ১. মুরাদ মীর (২৫), পিতা-ফখরু মীর, ২. সালাম মিয়া (২৫), পিতা-মৃত রমজান আলী, ৩.শহীদ আলী (৩৫), পিতা-রফিক আলী, ৪. দুলাল মিয়া (৩২), পিতা-মৃত আপ্তাব আলী, সর্বসাং-রাজনগর, ৫.আপ্তাব আলী (৩৫), পিতা-মৃত আকবুল আলী, ৬. শাহিন মিয়া ওরফে বলাই (৩৪), পিতা-আব্দুল আলী, উভয় সাং-কানাইটিকর, ৭। জায়েদ আহমদ শিবলু (২২), পিতা-হাজী আব্দুল মালিক, সাং-মনরাজ, সর্ব থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার।

 

আরো পড়ুন: কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সজলকে বিদায় সংবর্ধনা

 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

বিজ্ঞাপন