কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এন সি স্কুল মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারক লিপি প্রদান

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠন ও সর্বস্তরের জনসাধারণের পক্ষথেকে দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়াম নির্মাণ ও এন সি স্কুল মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
কুলাউড়ায় জেলা পরিষদ অডিটোরিয়ামের সম্মুখে বুধবার ২০ আগষ্ট দুপুরে ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টু ও ক্রীড়া সংগঠক ছাএ নেতা মাসুদ রানার যৌথ পরিচালনায় অবস্হান কর্মসূচীতে বক্তব্য রাখেন মৌলভীবাজারের – ২ আসনের সাবেক এমপি এডভোকেট নবাব আলী আব্বাছ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারি অধ্যাপক আব্দুল মুনতাজিম, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ডঃ সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদিপ ভট্টাচার্য্য, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ,কুলাউড়া ববসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক এম আতিকুর রহমান আখই, ক্রীড়া সংগঠক শেখ আলী আজন, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুল মোহিত বাবলু, ক্রীড়া সংগঠক বিএনপি নেতা আলমাছ পারভেজ তালুকদার, বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক খোকন ভুইয়া, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এইচ ডি রুবেল, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা নুরুল ইসলাম ইমন, ক্রীড়া সংগঠক জহিরুল ইসলাম এসু, ক্রীড়া সংগঠক আনোয়ারুল সুহেদ, ক্রীড়া সংগঠক আব্দুস ছালাম জনি ও আকাশ আহমদ,
ক্রীড়া সংগঠক বিশিষ্ট রেফারী মোসা আহমদ সুইট, জামায়াত নেতা কাজী জসিম উদ্দিন, সাংবাদিক নাজমুল বারী সোহেল ও মহি উদ্দিন রিপন, ক্রীড়া সংগঠক, বেলাতে হোসেন লাভলু, ক্রীড়া সংগঠক তোফায়েল আহমদ ডালিম প্রমুখ।
অবস্হান কর্মসূচীতে প্রায় ৭৮/৮০ বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলো।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ১৩ টি ইউনিয়ন ১ পৌরসভা নিয়ে গঠিত বৃহত্তর এই কুলাউড়া উপজেলা, দুঃখজনক হলেও সত্য এই উপজেলায় ১২ মাস ব্যাপী খেলার এখন পর্যন্ত একটি ভালো মাঠ নেই, এনসি স্কুলের একটি মাঠ আছে, এটিও এখন কাদামাটিয়ে খেলার অনুপযোগী, তাই আমরা এই আজকের অবস্থান কর্মসূচি থেকে দাবী জানাচ্ছি কুলাউড়া উপজেলায় একটি আধুনিক মানের জাতীয় খেলার উপযোগী একটা স্টেডিয়াম নির্মাণ, এবং নবীনচন্দ্র স্কুলসহ অন্যান্য মাঠ সংস্কার করে দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ অনতিবিলম্বে স্টেডিয়াম নির্মাণ চাই। বক্তরা আরোও বলেন বিগত সরকারের আমলে স্টেডিয়াম বরাদ্ধ হয়ে নানা কারনে আলোর মুখ দেখতে পায়নি। অবস্হান কর্মসূচী শেষে বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা, স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন এর কাছে স্মারকলিপি প্রদান করেন।