কুলাউড়ায় হাজারো আশিকে রাসূলের অংশগ্রহণে ঐতিহাসিক মীলাদুন্নবী (সা.) র্যালি অনুষ্ঠিত।

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা কুলাউড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমবেত কন্ঠে সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম, ….. এ রকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ বাতাস মুখরিত করে।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ এম আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা সহ সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান।
মুবারক র্যালি’তে অংশগ্রহণের জন্য সকাল থেকেই শহরস্থ আলালপুর আত্তরখার (রহ.) হাফিজিয়া মাদরাসা মাঠে কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১১টা থেকে জুম্মার নামাজের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জুম্মার নামাজের পরপরই মুবারক র্যালি বের হয়।
মুবারক র্যালি’তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের সাবেক সহ প্রচার সম্পাদক কাজী আব্দুস সামাদ আজাদ, অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, কুলাউড়া পৌর আল ইসলাহর সভাপতি জায়েদ বকস টিপু, কুলাউড়া উপজেলা আল ইসলাহর সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, মাওলানা আইয়ুব আনসারী, সহ সাধারণ সম্পাদক, মাওলানা কাজী এহসানুল মাহবুব জাকির, মাওলানা শওকতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ বদরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, মৌলভীবাজার জেলা সহ প্রচার সম্পাদক ইসমাইল হাসান শাকিল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, সাবেক উপজেলা সভাপতি আবুল কাশেম ভট্টু, হাফিজ শামসুল ইসলাম, মো. ফরিদ আহমদ, মাওলানা এবাদুর রহমান, ফয়জুর রহমান শাহিন, শাহজাহান আলম, কুলাউড়া পৌর তালামীযের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
শহরবাসীর প্রতি কৃতজ্ঞতা: এদিকে কুলাউড়া উপজেলা তালামীয কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালিকে সফল ও সার্থক করে তোলাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের জনসাধারণ, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা তালামীযের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ । তাঁরা র্যালির কারণে শহরে যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।