কুলাউড়ায় পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাজু গ্রেফতার

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫ | আপডেট: ৬:৪২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও
পৌর শ্রমিক লীগের আহ্বায়ক রাজুম আলী রাজু (৪৫) গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পৌর এলাকার জয়পাশা গ্রামের বাসিন্দা ও মরহুম মন্তাজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতব্বরসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানে বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি রাজু আলীকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু আলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে একটি মামলা রয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।