কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা কমিটির পথ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫ | আপডেট: ৮:২৮:অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫

কুলাউড়া প্রতিনিধিঃ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা কমিটির পক্ষ থেকে স্টেশন রোডস্হ চৌহমনীতে পথ সভা কমরেড আব্দুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক সুমন মিত্রের পরিচালনায় অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুননা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়নগঞ্জের প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট মন্টু ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড এডভোকেট মাসুক মিয়া ও কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু। সভার পূর্বে শহরে মিছিল অনুষ্ঠিত হয়।