‎বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন আনিসুল হক

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫ | আপডেট: ৯:৫৪:অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫

‎সুনামগঞ্জ ব্যুরো প্রধান :

‎ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এলাকাবাসী কাছে দোয়া চেয়ে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর- জামালগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন, ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে, গণতন্ত্র জিতবে। তিনি বলেন, বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে উল্লেখ করে আনিসুল আরও বলেন, দেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফার কোন বিকল্প নেই। তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ।

‎শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সোয়া ৪ টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে আনিসুল হক নেতাকর্মীদের উদ্দ্যে বলেন, বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়ার সালাম পৌছে দিবেন, তারেক রহমানের সালাম পৌছে দিবেন।

‎তিনি আরও বলেন, আমরা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে সকল নির্যাতন, মামলা- হামলার জবাব দিতে হবে।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তা অব্যাহত রাখতে হবে। এসময় বিএনপির বিগত আমলের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

‎বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় নির্বানী পথসভায়
‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন। এছাড়াও  স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।