জগন্নাথপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিষয়ক মতবিনিয়মসভা

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬ | আপডেট: ১২:৫১:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিষয়ক এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
প্রধান অতিথির তাঁর বক্তব্যে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন বাস্তবায়নের জন্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যা’র পক্ষে ভোট দেয়ার জন্য আহ্ববান জানিয়েছেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মহসিন উদ্দিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোয়ারা ছাদ মাষ্টার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, সাংবাদিক হুমায়ুন কবির, গোলাম সারোয়ার, শাহজাহান মিয়া প্রমুখ।