জগন্নাথপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ল তিনটি গবাদিপশু

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬ | আপডেট: ১:১১:পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি –

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তের লাগানো আগুনে পুড়ল এক কৃষকের তিনটি গরু। গৃহকর্তা সহ পরিবারের সাত সদস্য কোন রকম প্রাণে রক্ষা পেলে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে উপজেলার মজিদপুর গ্রামের কৃষক সুরুজ মিয়া বসতঘরের পাশে গোয়াল গরুর ঘরে নিজের তিনটি গরু রেখে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দুবৃত্তরা গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয়।আগুনে গোয়ালঘরে থাকা তিনটি গরুসহ পুরে গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এমনকি বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিকার তাপে গৃহকর্তা সুরুজ মিয়ার ঘুম ভাঙলে পরিবারের সবাইকে নিয়ে কোনরকম প্রাণ নিয়ে বের হন।পরে চিৎকার দিলে আশপাশ লোকজন ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভান।

গৃহকর্তা সুরুজ মিয়া জানান,রাতে খাওয়া ধাওয়া করে পরিবারের সবাইকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সন্ধ্যার দিকে গোয়াল ঘরে গরু গুলো রেখে দরজা লাগান।রাতে দুর্বৃত্তের আগুনে একটি গর্ভবতী গাভী ও দুটি ডেকি গরু পুড়ে ছাই হয়ে যায়। গোয়াল ঘরে পাশে বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে আগুনের তাপে ঘুম ভাঙলে সাতজন সদস্য সবাইকে নিয়ে কোন রকম প্রাণে বাঁচেন। দুবৃত্তরা গরুর পাশাপাশি তাদের কে পুড়িয়ে মারতে চেয়েছিল।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশা করছি সুষ্ঠু তদন্ত পূর্বক ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।ভুক্তভোগী এখনো থানায় কোন অভিযোগ দেননি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।
এদিকে মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইয়াসীন খান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন।