জগন্নাথপুরে গ্রামীণ ফোন কোম্পানির এক কর্মচারীর বাড়ির দরজা জানালাসহ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রামীণ ফোন কোম্পানির এক কর্মচারীর বাড়ির দরজা জানালা ঘরের আসবাবপত্র সহ মালামাল লুট করে নিয়েছে দুর্বত্তরা।
গতকাল রোববার এ ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি জগন্নাথপুর থানায় এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ এলাকাবাসী ও ভুক্তভোগীর লিখিত অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের বাসিন্দা গ্রামীণ ফোন কোম্পানির কর্মচারী জ্যোতির্ময় দে চাকুরির সুবিধার্থে বসতঘর তালাবদ্ধ রেখে পরিবারের লোকজন নিয়ে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় ভাড়াবাসায় বসবাস করছিলেন। গত ১০ জানুয়ারি তিনি বাড়িতে এসে দেখেন ঘরের দরজা নেই। ঘরে ঢুকে দেখতে পাই চারটি দরজা, ফ্যান, আসবাবপত্র সহ মুল্যবান জিনিসপত্র নেই। এতে প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জ্যোতির্ময় দে জানান,এমন মর্মান্তিক ঘটনায় আমি বাকরুদ্ধ৷ আশপাশ লোকজন কে বিষয়টি অবহিত করে থানায় লিখিত অভিযোগ করেছি।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক কবির আহমেদ জানান,ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের সনাক্ত করতে কাজ করছি।

