জগন্নাথপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বরাদ্দকৃত প্রতীক প্রার্থীরা গ্রহণ করেছেন।
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে প্রতিদ্বন্দ্বি সাত প্রার্থী যারা প্রতীক পেলেন তাঁরা হলেন-জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ কয়ছর আহমদ (ধানের শীষ) বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (রিক্সা) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সৈয়দ তালহা আলম (ঈগল) খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ (দেয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (তালা), মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি) ও হোসাইন আহমদ (ফুটবল)।
আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় শুরু হবে।

