কুলাউড়া প্রেসক্লাবের উদ্দোগে আব্দুল হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬ | আপডেট: ১২:৫০:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার সম্পাদক এবং কুলাউড়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম আব্দুল হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশের সঞ্চালনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, দপ্তর সম্পাদক এইচডি রুবেল, সদস্য আব্দুল করিম বাচ্চু, আশরাফুল আলম খান হিরো, তারেক হাসান, এস আর অনি চৌধুরী, আব্দুল জব্বার বাহার, বদরুল হোসেনসহ মরহুমের পুত্র আবির হান্নান।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা মুফতি আহসান উদ্দিন। এ সময় মরহুম আব্দুল হান্নানের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি সকালে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নান ইন্তেকাল করেন। শিক্ষকতা ও সাংবাদিকতার পাশাপাশি তিনি এক সময় বিএনপির রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।