ধানের শীষের প্রার্থী কয়ছর আহমেদকে সমর্থন দিলেন জগন্নাথপুর পৌরসভার তিন ওয়ার্ডবাসী
জগন্নাথপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদের নির্বাচনী ধানের শীষ প্রতীক কে সমর্থন দিলেন জগন্নাথপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডবাসী।
এ উপলক্ষে আজ সোমবার বিকেলে ওই তিন ওয়ার্ডের জনসাধারণের উদ্যোগে ইকড়ছই হারুনুর রশীদ হিরণ মিয়া স্টেডিয়াম মাঠে স্থানীয় প্রবীন মুরব্বী কদরিছ মিয়ার সভাপতিত্বে ও আকমল হোসেন ভূঁইয়ার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা কয়ছর আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইকড়ছই সিনিয়র আলিয়া মাদসারার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, মির্জা আবুল কাশেম স্বপন, সালাউদ্দিন আহমদ, জাহির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মির্জা লিকসন মিয়া, সাবেক কাউন্সিলর সুহেল মিয়া, সমাজকর্মী লিমন ভূঁইয়া, সামছুল ইসলাম শাহীন, ৮ নম্বর ওয়ার্ডের যুক্তরাজ্য প্রবাসী সুজাতুর রেজা সুজা, শামীম আহমদ ও ৯ নম্বর ওয়ার্ডের লুৎফুর রহমান চৌধুরী।
সভায় বক্তারা বলেন, আমাদের এই অঞ্চল থেকে এই প্রথম সংসদ সদস্য পদে হিসেব প্রার্থী হয়েছেন আমাদেরই প্রতিবেশী কয়ছর আহমদ। এটা আমাদের জন্য গৌরবের। আমরা দলমতের উর্ধ্বে ওঠে তাকে সমর্থন করছি। একজন প্রতিবেশী হিসেবে তাঁর হক রয়েছে আমারদের ওপর। তাই আগামী নির্বাচনী এলাকার সর্বস্তরের ভোটাররা তাঁকে ভোট দিয়ে প্রতিটি কেন্দ্রে বিজয়ী করবেন বলে বক্তারা প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, যুগ যুগ ধরে আমাদের এলাকার মানুষ একে অপরের সুখ দুঃখে মিশে আছেন। সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ধারণ করে আসছেন এ অঞ্চলের মানুষ। যে মাঠে আজ আমি দায়িত্বে কথা বলছি, ছোটবেলায় এ মাঠেই আমি খেলাধুলা করছি। এখানকার ধুলোবালিতে আমার বেড়ে ওঠা। আমি আপনাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে কাজ করতে চাই। তিনি বলেন, আমার দল আমাকে মূল্যায়ন করে ধানের শীষ দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। এখন সবার আগে আপনাদেরকেই এগিয়ে আসতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করেন ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। আপনারা আমাকে নির্বাচিত করলে আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।
কয়ছর আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি বিজয়ী হবে। আর বিএনপি বিজয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। ইতিমধ্যে আপনারা লক্ষ্যে করেছেন, আমাদের নেতা তারেক রহমান দেশে ফেরার পর দেশব্যাপি গণজোয়ার সৃস্টি হয়েছে। মানুষ বিশ্বাস করে তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ। দেশ ও জাতির কল্যাণে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে তিনি সবার প্রতি আহবান জানান।

