সকালে বাবাকে শেষ বিদায় দিয়ে দুপুরে পরীক্ষা দিল তাহিরা

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩ | আপডেট: ১০:১৯:অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

জগন্নাথপুর প্রতিনিধি:

বাবাকে শেষ বিদায় দিয়ে অশ্রুভেজা চোখে এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরের তাহিরা বেগম (১৫)।

বৃহস্পতিবার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নিজ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশ নেয় সে।

তাহিরা জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা এবং শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।

গত বুধবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর বাবা বাবুল মিয়া (৫৬) মারা যান। পরে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীরামসী গ্রামে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওই শিক্ষার্থীর খালা শারমিন বেগম লিপি জানান, বাবার মৃত্যুতে তাহিরা মানসিকভাবে ভেঙে পড়ে। সারা রাত কেঁদেছে, একবারও ঘুমায়নি। সকালে বাবার দাফন হওয়ার পর তাকে শান্ত¦না দিয়ে পরিবারের সদস্যরা পরীক্ষা দিতে উৎসাহিত করেন। পরে সে তাঁর সহপাঠিদের সঙ্গে পরিক্ষা দিতে যায়।
শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলী বলেন, দুপুর ২টায় পরীক্ষায় অংশ নেয় তাহিরা বেগম। তার বাবার মৃত্যুর সংবাদ আমরা শিক্ষকরা জানতে পেরে তাকে মানসিক সাহস যোগাতে সহযোগিতা করেছি।