অবরোধের সমর্থনে বিশ্বনাথে বিএনপির মশাল মিছিল

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩ | আপডেট: ১১:২৪:অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

সিলেট প্রতিনিধি

আগামি বুধ ও বৃহস্পতিবারে বিএনপির ডাকা অবরোধকে স্বাগত জানিয়ে সিলেটের বিশ^নাথে মশাল মিছিল করেছে বিএনপি।

 

সোমবার (২০ নভেম্বর) রাত ৮টারদিকে বিশ্বনাথ পৌরশহরে মাস্ক ও হ্যালমেট পরে মশাল মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

উপজেলা পরিষদ সংলগ্ন ‘বিশ্বনাথ-খাজাঞ্চী’ সড়ক থেকে মিছিলটি বের হয়ে পৌরসভা অফিসের সামন হয়ে আবারও খাজাঞ্চী রোডে গিয়ে মশাল মিছিলটি শেষ হয়।

 

খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বের করা ওই মশাল মিছিলে নেতৃত্ব দেন ওই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার। মশাল মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের ২০ থেকে ২৫জন নেতাকর্মীরা অংশ নেন। মাস্ক ও হ্যালমেট পরা থাকায় অন্য কারো পরিচয় জানা যায়নি।

 

জানাগেছে, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর টানা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টায়।

 

এর মধ্যেই আগামি বুধ (২২ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অবরোধের ডাক দিযেছে বিএনপি। সোমবার (২০ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইন সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন। আর এই অবরোধকে স্বাগত জানিয়ে মশাল মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।