মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশ ও ভারতের মন্ত্রী

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২ | আপডেট: ৭:১০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২
ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট এলাকায় এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ধলই জেলার কমলপুরের মোড়াছড়া এলাকায় নোম্যান্স ল্যান্ডে বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই দেশের সংশিল্ষ্ট মন্ত্রী।

 

 

বৃহস্পতিবার দুপুর ১ টায় বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি ও ভারতের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বডার হাটে দুই দেশের ২.৭২ একর ভুমিতে ৫ কোটি ৩০ লক্ষ ভারতীয় রুপী হাট নির্মাণে ব্যয় হবে।

 

বানিজ্য মন্ত্রী বলেন, বর্ডার হাট চালু হলে, বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হবে। পাশাপাশি সীমান্তে চোরা চালান অনেকটা কমে আসবে।

এসময় মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, যখন সীমান্তে দু‘দেশের পন্য গুলো খোলা বাজার হয়ে যাবে তখন চোরা চালান বন্ধ হয়ে যাবে। ইউরোপের দেশ গুলো একত্রে কাজ করছে এ লক্ষে দু‘দেশ কাজ করছে।