বেপরোয়া পিকআপ-মোটরসাইকেল সংর্ঘষ, পল্লীবিদ্যুৎ কর্মচারীর নিহত

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৫ | আপডেট: ১২:৪৪:পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৫

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বেপরোয়া পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মশিউর রহমান (২৭) নামে পল্লীবিদ্যুতের এক লাইনম্যান নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১২টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের হাসিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মশিউর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি জগন্নাথপুর পল্লীবিদ্যুৎ সাব-জোনাল কার্যালয়ে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় লিপু মিয়া (২৩) নামের আরেক লাইনম্যান আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

জগন্নাথপুর পল্লীবিদ্যুৎ সাব-জোনাল কার্যালয়ের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে কাজ শেষে লিপু ও মশিউর মোটরসাইকেল যোগে অফিসে ফিরছিল। পথিমধ্যে বেপরোয়া গতির পিকআপ গাড়িটি সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে লিপু ও মশিউর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। কিন্তু সেখানে নেওয়ার পর কর্মরত চিকিৎসক মশিউরকে মৃত ঘোষনা করেন। অপর আহত লিপুর অবস্থাও আশঙ্কাজনক। তিনি বলেন, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের পর সিনিয়রদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাকিব হোসেন বলেন, ঘটনার পর পিকআপ চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পিকআপটি থানায় নিয়ে আসি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।