
“ছড়িয়ে দেই মোরা কোরআনের আলো সর্বব্যাপি বিশ্বময়
মুক্তির দিশারী আল কোরআন তাতে নাই কোন সংশয়”
বা কা ডেস্ক:
আজমতে কোরআন ফাউন্ডেশন, মসজিদে উসমান (রা:) ও উলামা কাউন্সিলের যৌথ উদ্যোগে ওয়ালসল মসজিদে উসমান(রা:)তে পবিত্র কোরআন প্রতিযোগিতার ৩য় মাহফিল অনুষ্ঠিত হয় । দুদিন ব্যাপি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যথাক্রমে ৬ই জুলাই ও ১৩ই জুলাই ২০২৫! ৩টি বিভাগে বিলেতের প্রত্যন্ত অঞ্চল থেকে এই প্রতিযোগিতায় এ বৎসর ৭৯ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। ৬ই জুলাই রবিবার বিপুল সংখ্যক শ্রোতা ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রথম বাছাই পর্ব। অত্যন্ত সুদক্ষ পরীক্ষকদের ও পর্যবেক্ষকদের সামনে কোরআনের পাখিরা তাঁদের সুললিত কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে সবাইকে মুগ্ধ করেন। তিন বিভাগের প্রতিযোগিদের বয়সসীমা ছিলো সাত বৎসর থেকে ১৮ বৎসর পর্যন্ত।
অংশগ্রহনকারী ৭৯ জন প্রতিযোগীর মধ্যে ৩৫ জন প্রতিযোগী চুড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন!
১৩ জুলাই ২০২৫ রবিবার চুড়ান্ত পর্বে উত্তির্ণ প্রতিযোগিদের মধ্যে অনুষ্ঠিত হয় শেষ পর্ব। এই চুড়ান্ত পর্বে প্রতিযোগীগণ তাদের অভিভাবক ছাড়াও বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর কোরআন প্রেমিদের সমাগম হয়। মসজিদের দ্বিতীয় তলায় মহিলাদের জন্য বিশেষ ব্যাবস্থা গ্রহন করা হয় এতে বিপুল সংখ্যক মহিলাদের সমাগম ঘটে ! এ ছাড়া চুড়ান্ত পর্বের অনুষ্টানে বৃটেনের অনেক বিশিষ্ট ওলামায়ে কেরাম, হাফিজ সাহেবান ও সূধিজন উপস্থিত ছিলেন। উক্ত মহতি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন যথাক্রমে ক্বারী আব্দুল্লাহ আল মামুন , ক্বারি মাওলানা সাদী ও ক্বারী ইউসুফ ।
চুড়ান্ত প্রতিযোগিতায় ১ম বিভাগে যথাক্রমে
১ম স্থান অধিকার করেন : ইউসুফ আদনান
দ্বিতীয় স্থান অধিকার করেন: উনিয়া নানা
তৃতীয় স্থান অধিকার করেন : হাইয়ান ইসলাম
২য় বিভাগে যথাক্রমে
১ম :মোস্তফা আনোয়ার
দ্বিতীয় :জাইয়েদ আব্দুল হামিদ
তৃত্বীয় :মোহাম্মদ সাম শাওয়িস
৩য় বিভাগে যথাক্রমে
১ম স্থান অধিকার করেন : ঈসা আবু
দ্বিতীয় : সাফওয়ান বরুসা
তৃত্বীয় :তাহমিদ মাহমুদুন
তাদেরকে পুরুষ্কার হিসাবে নগদ অর্থ ও বিশেষ সন্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। এ ছাড়া প্রথম পর্বে ছিটকে পড়া সকল প্রতিযোগীদেরকে সান্ত্বনা পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
পুরুষ্কার বিতরণী পূর্ব আলোচনা সভায় পবিত্র কোরআনের গুরুত্ব ও মাহাত্ব্য উপর বিশেষ আলোচনা করে বক্তব্য যথাক্রমে সর্বজনাব মুফতি আব্দুল মোহিত ,কবি মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব ও আব্দুল শহিদ প্রমূখ। এতে সভাপতিত্ব করেন জনাব হাজী নুর মিয়া।
এছাড়া মসজিদে উসমানের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক, সার্বিক সহযোগিতায় ও তত্বাবধানে ছিলেন যথাক্রমে হাজী জনাব আলী, হাজী ময়না মিয়া , হাজী আব্দুর রাজ্জাক, হাজী তুতিউর রহমান, হাজী আশিক আলী, হাজী ইয়াওর মিয়া, হাজী মদব্বির মিয়া , জাহেদ মিয়া, হাজী হাবিবুর রহমান, আবুল খায়ের, হাজী আব্দুল হান্নান, সিরাজ খান, সাইফ উদ্দিন, নওশের সিরাজ, তুরুন মিয়া, বেলায়েত হুসাইন, মাহমুদুর রহমান , ফিরোজ মিয়া , আরহাম আল হুসাইন, ইয়াকুব মিয়া ঈসা আবুল খায়ের সহ আরো অনেক।
বক্তারা অনুরুপ অনুষ্টানের অয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে উদ্যোগতা ও প্রতিযোগীদের ভূয়সী প্রশংসা করেন সেই সাথে নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগীতার আয়োজন করে পথভূলা মানবজাতী তথা আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহীত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সমস্থ অনুষ্টান পরিচালনা ও সার্বিক তত্বাবধানের দায়িত্বে ছিলেন যথাক্রমে ক্বারী মাওলানা মোদ্দাছির আনোয়ার, মাওলানা নুরে আলম হামিদী, মুফতি আব্দুল মুহিত মাওলানা ইমরান হোসেন, হাফিজ মাসুম , হাফিজ মাওলানা রেদওয়ান, হাফিজ আবু বকর, মাওলানা সালাহ উদ্দীন , মাওলানা আহমদ হোসেন প্রমূখ।
অনুষ্টানকে সুন্দর ও সফল করে সমাপ্ত করার জন্য সর্বশক্তিমান আল্লাহপাকের দরবারে শুকুরিয়া আদায় করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আওয়াল।