কুলাউড়া বি এন পি’র কাউন্সিল আসন্ন। অর্গানিক নেতা-কর্মিদের মধ্য থেকে নেতৃত্ব আসার দাবি।

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫ | আপডেট: ৮:১৮:অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

বাকা ডেস্ক, কুলাউড়াঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুলাউড়া উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাউন্সিল অধিবেশন শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি-এর একটি সূত্রে জানা যায়, ১৩টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে ইতিমধ্যে সম্মেলন সম্পন্ন হয়েছে, এবং বাকি চারটি ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হলেই আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথমভাগে উপজেলা বি এন পি’র কাউন্সিল অধিবেশন হতে পারে।

বিএপি’র প্রাক্তন সাধারণ সম্পাদক কুলাউড়া ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল জানান, গত সতেরটি বছর তাঁরা জেল-জুলুমের শিকার হয়েছেন এবং দলের কার্যক্রম সকল সময় পুরোদমে সম্পন্ন করতে পারেন নি। তিনি আরো বলেন, গত বছরের ৫ই আগষ্টে রাজনৈতিক পটভূমির পরিবর্তনে তাঁরা ‘নতুন বাংলাদেশ’ অর্জন করেছে। গোটা বাংলাদেশের মতো কুলাউড়াতেও সংগঠনকে আরো শক্তিশালী করতে বিএনপি’র নেতা-কর্মিরা কাজ চালিয়ে চাচ্ছেন এবং আসন্ন সম্মেলন তারই একটি অংশ।

মৌলভীবাজার জেলা ছাত্রদল এবং কুলাউড়া কলেজ ছাত্রদলের প্রাক্তন সাধারণ সম্পাদক, ইউকে শহীদ জিয়া স্মৃতি কেন্দ্রের সভাপতি শরিফুজ্জামান চৌধুরী তপন আসন্ন কুলাউড়া বি এন পি কাউন্সিলের সর্বাত্মক সফলতা কামনা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সুযোগ সন্ধানীরা যাতে নেতৃত্বে আসতে না পারে সেদিকে সজাগ থাকতে অনুরোধ জানান। তিনি আশা করেন ‘অর্গানিক’ সহকর্মিদের মধ্য থেকেই কুলাউড়ার নতুন নেতৃত্ব আসবে।

কুলাউড়া বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, মরহুম সৈয়দ আকমল হোসেইন। পরবর্তীতে বিভিন্ন সময়ে যাঁরা
কুলাউড়া বিএনপি’র সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন, তাঁরা হলেন, মরহুম অ্যাডভোকেট আব্দুল খালিক, মরহুম নবাব আলী ইয়াওর খান, মরহুম আব্দুর রহিম, গিয়াস উদ্দীন (বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী), এ  এ ইচ এম মোফাজ্জল করিম, মরহুম অধ্যক্ষ আব্দুল হান্নান, কামাল আহমেদ জুনেদ, শওকতুল ইসলাম শকু এবং জয়নাল আবেদিন বাচ্চু। সাধারণ সম্পাদক হিসাবে বিভিন্ন সময় মেয়াদে দায়িত্বে ছিলেন, মরহুম সৈয়দ আসগর আলী (প্রতিষ্ঠাতা), মরহুম আব্দুল কুদ্দুছ খছরু, আবুল কালাম আজাদ, ছয়ফুল আলম চৌধুরী, এম এম শাহীন, বদরুজ্জামান সজল, রেদওয়ান খান এবং শামিম আহমেদ চৌধুরী।

আসন্ন কাউন্সিলে সভাপতি পদে যাঁদের নাম সম্ভাব্য তালিকায়, তারাঁ হলেন, শওকতুল ইসলাম শকু, ছয়ফুল আলম চৌধুরী, জয়নাল আবেদিন বাচ্চু এবং বদরুজ্জামান সজল। সাধারণ সম্পাদক হিসাবে সম্ভাব্য প্রার্থী হলেন, বদরুজ্জামান সজল, শামিম আহমেদ চৌধুরী এবং সুফিয়ান আহমেদ। সাংগঠনিক সম্পাদক হিসাবে যাঁরা প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে, তাঁরা হলেন, নুরুল ইসলাম ইমন, আব্দুল মোক্তাদির মনু এবং দেলওয়ার হোসেইন।

ঐতিহাসিকভাবে কুলাউড়ার আপামর জনসাধারণ রাজনৈতিক সচেতন। কুলাউড়ার লস্করপুর গ্রামে ষাটের দশকে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তাঁর দলের সম্মলেন যোগ দেন। কুলাউড়ায় মজলুম জননেতা সৈয়দ আকমল হোসেন, নবাব আলী সফদর খান রাজা এবং আব্দুল জব্বারের জন্ম।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কুলাউড়া বি এন পি’র সম্মেলন তাৎপর্যপূর্ণ বলে সচেতনমহল মনে করেন।