কুলাউড়ায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময় ও দরিদ্র ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কুলাউড়া উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কুলাউড়া উপজেলার দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
(সোমবার) ২৮ জুলাই দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), (অঃ দাঃ) দেবজিৎ সিংহ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওমর ফারুক, উপজেলা স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন, কৃষি কর্মকতা মোঃ জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা এবং উপকারভোগী ।