মরহুম মহতোছিন আলী চৌধুরীর ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫ | আপডেট: ৮:২৯:অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় মরহুম মহতোছিন আলী চৌধুরীর ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।০৩ আগষ্ট রোববার দুপুরে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর আয়োজনে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। মহতছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান ছুরুকের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমির সুপারভাইজার মোঃ সফিকুল ইসলাম, কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্টানের সাবেক শিক্ষানুরাগী, বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান সালাম, জামায়াতের আমির সহকারি অধ্যাপক আব্দুল মুনতাজিম, সাংবাদিক মুক্তাদির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্টাতা দেশের বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরী তার পিতা মরহুম মহতোছিন আলীর নামে কাদিপুর ইউনিয়নে প্রতিষ্টা করেন।