কুলাউড়ায় স্ত্রী উপর অভিমান করে ট্রেনের নিচে পড়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫ | আপডেট: ৮:৪৯:অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫

কুলাউড়ায় স্ত্রীর উপর অভিমান করে ভিডিও বার্তা রেখে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছেন আশিক মিয়া নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে ১৪ আগষ্ট ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে বিকেল প্রায় ৫ টা ৪০ মিনিটের সময় টিলাগাঁও রেলওয়ে স্টেশন এলাকায়।

নিহত আশিক কয়েক সেকেন্ড এর ভিডিও বার্তায় বলছেন তার স্ত্রী জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তিনি এ পথ বেছে নিয়েছেন। আশিক পেশায় তিনি একজন নোহা গাড়ির ড্রাইভার। তার বাড়ী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বাখরনগর গ্রামে।
শ্রীমঙ্গল থানার আন্ডারে টিলাগাও রেলওয়ে পথ পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরনের ব্যবস্হা নিচ্ছে বলে জানা যায়।