কুলাউড়া সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠনে সাধারণ সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খানের সভাপতিত্বে ও কলেজের প্রাক্তণ ছাত্র সুফিয়ান আহমদের পরিচালনায় বক্তব্য দেন, কলেজের প্রাক্তণ ছাত্র মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, আব্দুল মুজিব রুকন, প্রাক্তণ অধ্যক্ষ ও ছাত্র সৌম্য প্রদীপ ভট্টাচায্য সজল, প্রাক্তণ ছাত্র ড. সাইফুল আলম চৌধুরী, আব্দুস সোবহান খন্দকার, মো. আব্দুল মতিন চৌধুরী, সিপার আহমদ, রেদওয়ান খান, বদরুজ্জামান সজল, আব্দুল মালিক, আবু তাহের, সালাহ উদ্দিন আজিজ, মো. জাকির হোসেন, একেএম শাহজালাল, মইনুল ইসলাম শামীম, জিল্লুর রহমান রওশন, শেলুর রহমান, বেলাল আহমদ চৌধুরী, প্রদীপ কান্ত দত্ত, হাবিবুর রহমান ছালাম, তোফায়েল আহমদ চৌধুরী জমসেদ, বিপুল চক্রবর্তী, মাহবুব করিম মিন্টু, সারোয়ার আলম বেলাল, রেহান উদ্দিন আহমদ, আজিজুল ইসলাম, লুৎফুর রহমান, আব্দুল জলিল সোহেল, আব্দুস ছালাম, আব্দুল লতিফ, ফেরদৌস খান, কাওসার আহমদ নিপার, পারভেজ রশীদ, আব্দুল কাইয়ুম মিন্টু, রেজাউল আলম ভূঁইয়া খোকন, গিয়াস উদ্দিন মোল্লা, কামাল হোসেন, কাওসার আহমদ বাপ্পু, একেএম জাবের, মাহফুজ শাকিল, সুলতান আহমদ টিপু, সাইফুর রহমান, নিজাম উদ্দিন, তিহান তালুকদার, আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ প্রমুখ।
সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খানকে আহবায়ক ও কলেজের প্রাক্তণ ছাত্র সুফিয়ান আহমদকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব সকলকে সঙ্গে নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে স্বল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভাকে অবহিত করেন। সভায় অ্যালামনাই এসোসিয়েশনের তহবিলে দুই লাখ টাকা অনুদান দেয়ার আশ্বাস দেন কুলাউড়া সরকারি কলেজের সাবেক জিএস জিল্লুর রহমান রওশন ও এক লাখ টাকা অনুদান দেবার আশ্বাস দেন কলেজের সাবেক শিক্ষক ড. সাইফুল আলম চৌধুরী।
কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান বলেন, অ্যালামনাই এসোসিয়েশনের উদ্দেশ্য হলো, কলেজের সার্বিক কল্যাণমূখী কাজ করা। কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে পুনঃসংযোগ স্থাপন এবং সম্পর্ক জোরদার করার একটি সুযোগ তৈরি করে দেয়া। তিনি আরো বলেন, আগামী কয়েক মাসের মধ্যে কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে একটি পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশেষ করে কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান এমনকি কলেজের অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যদের সন্তানদের মধ্যে যারা অসুস্থ হবে তাদের চিকিৎসা সহায়তায়ও এই এসোসিয়েশন কাজ করবে।

