আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে জয়লাভ করেছেন কুলাউড়ার সোহেল আহমদ

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫ | আপডেট: ৩:১৪:অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল অ্যাট লার্জ পদে জয়লাভ করেছেন কুলাউড়ার সন্তান সোহেল আহমদ।

গত ৪ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে টিম স্মল প‍্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম বাংলাদেশি আমেরিকান হিসাবে এই নির্বাচনে জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করেন সোহেল আহমদ।
সোহেল আহমদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের সন্তান। তিনি কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম এম এ গণির পুত্র।

তিনি বর্তমানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত।

তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, নিরাপদ এবং পরিস্কার-পরিচ্ছন্ন রাস্তা-ঘাট, কর হ্রাস, নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।
তাঁকে ভোট দিয়ে জয়ী করায় তিনি আটলান্টিক সিটির ভোটারদের আন্তরিক ধন‍্যবাদ জানান।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলানটিক কাউন্টি, বেংগল ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সোহেল আহমদকে অভিনন্দন জানিয়েছেন।