‎সুনামগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫ | আপডেট: ৯:৫১:অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

‎সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
‎সুনামগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিতনিধিদের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মতিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত  পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

‎বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক  নির্মল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,  সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা তথ্য অফিসের উপপরিচারক শেখ ওয়ালিদ ফয়েজ, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজাউল আলম, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, জেলা সমাজব সেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্র রায়, ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, আব্দুর রশিদ, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।

‎কর্মশালায় জানানো হয়,২০২৪ সালের ফেব্রুয়ারি হতে চলতি বছরের অক্টোবর পর্যন্ত জেলায় ২ হাজার ৪৮টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে নিষ্পত্তি হয়েছে ৮৪ দশমিক ২২ শতাংশ মামলা।