হিজাব ছাড়া পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২ | আপডেট: ১২:১৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

হিজাব ছাড়া পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের কর্ণাটক রাজ্যের কয়েকজন শিক্ষার্থী। রাজ্যের শিবমগা ও উদুপি শহরে এ ঘটনা ঘটেছে।

এদিকে রাজ্যের নেলিহুদিকেরি এলাকার সরকারি স্কুলের শিক্ষার্থীরা হিজাব নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে। স্কুলগুলোর বাইরে অবস্থান করা অভিভাবকরা জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হিজাব ছাড়া পরীক্ষার হলে আসার নির্দেশ দিয়েছে।

হাসিনা নামের এক অভিভাবক বলেন, স্কুলে হিজাব নিষিদ্ধ হওয়ায় আমি আমার সন্তানকে সেখানে পাঠাব না। দশম শ্রেণির প্রস্তুতিমূলক পরীক্ষা থাকায় তাদেরকে গত দুদিন স্কুলে পাঠিয়েছিলাম। কিন্তু কিছু শিক্ষার্থী হিজাব খুলতে অস্বীকার করায় তাদেরকে ভিন্ন রুমে বসার নির্দেশ দেয়া হয়েছিল গত কাল।’

তিনি বলেন, ‘এর আগে কখনোই এমন হয়নি। আমাদের পরিবারের অনেকে এই স্কুলে হিজাব পরে পড়াশোনা করেছে। হঠাৎ করে কেন নিয়মের এই পরিবর্তন?’

পরীক্ষায় অংশ না নেওয়া এক শিক্ষার্থীর অভিভাবক জানান, হিজাব না খুললে পুলিশ ডাকা হবে বলে তার সন্তানকে হুমকি দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ।

ওই অভিভাবক বলেন, ‘এর আগে কখনো এমন হয়নি। আমাদের সন্তানদের পৃথক কক্ষে বসানো হয়েছে। গতকাল শিক্ষকরা তাদের সঙ্গে চেঁচামেচি করেছে..এর আগে তারা কখনো এমন করেনি।’

হিনা নামের এক শিক্ষার্থী অভিযোগ করেন, ‘আমি হিজাব খুলব না। আমি এর আগে স্কুলে হিজাব পরেই আসতাম। স্কুল কর্তৃপক্ষ আমাদের বলেছে হয় হিজাব খোলো না হয় বের হয়ে যাও। তারা আমাদের হিজাব পরে পরীক্ষায় অংশ নিতে দেয়নি।’

গত বছরের ডিসেম্বরে হিজাব পরিহিত কিছু মুসলিম শিক্ষার্থীকে কর্ণাটকের উদুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে একাধিক কলেজে সেরকম নিষেধাজ্ঞা জারি করা হয়। গত কয়েকদিনে সেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। হিজাব ইস্যুতে গত সপ্তাহে কর্ণাটক হাইকোর্টে রিট করেছেন এক শিক্ষার্থী। ইতোমধ্যে এই রিটের শুনানি শুরু হয়েছে।