নিষেধাজ্ঞা আরোপ না করার অনুরোধ পুতিনের

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২ | আপডেট: ৭:২০:অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২

রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করে উত্তেজনা না বাড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, প্রতিবেশীদের নিয়ে ক্রেমলিনের কোনও খারাপ উদ্দেশ্য’ নেই। শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে এই দাবি করেছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি তাদের (আমাদের প্রতিবেশীদের) পরামর্শ দেব উত্তেজনা না বাড়ানোর, কোনও বিধিনিষেধ আরোপ না করার।’

তিনি বলেন, ‘আমাদের সম্পর্কের অবনতি বা খারাপ করার কোনো প্রয়োজন আমরা দেখি না। আমরা কোনও পদক্ষেপ নিয়ে থাকলে সেগুলো সবসময় কিছু অবন্ধুত্বপূর্ণ কর্মকাণ্ডের প্রতিক্রিয়ার কারণে হয়ে থাকে, রাশিয়া ফেডারেশনের বিরুদ্ধে পদক্ষেপের জন্য এগুলো উদ্ভূত হয়।’

পুতিন বলেন, ‘আমি মনে করি কীভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়, স্বাভাবিকভাবে সহযোগিতা করা যায় এবং স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলা যায় তা নিয়ে সবাইকে ভাবতে হবে।’

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পরপরই কয়েকটি পশ্চিমা দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপের কয়েকটি শক্তিশালী দেশ রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।