মারিউপোলে রাশিয়ার হামলায় ২ হাজারের বেশি বেসামরিক নিহত

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২ | আপডেট: ১:৫৭:অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর থেকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলে ২ হাজার ১৮৭ জন বেসামরিক মানুষ মারা গেছে।

এছাড়া অবরুদ্ধ এ শহরটিতে প্রয়োজনীয় সমগ্রীর সরবরাহ না থাকায় সেখানে ‘সবচেয়ে বাজে মানবিক বিপর্যয়ের’ সৃষ্টি হয়েছে।

শহরটির কর্তৃপক্ষ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসকে (আইসিআরসি) উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

রোববার নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে মারিউপোলে নগর কর্তৃপক্ষ জানায়, ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে অভিযান চালাতে শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত এই ‘শহরটিতে ২ হাজার ১৮৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।’ এই শহরটিতে রাশিয়া ১০০’র বেশি বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় চালানো হয়েছে ২২টি বোমা হামলা।

ইউক্রেনের সরকার জানায়, ২ মার্চ শহরটি অবরুদ্ধ করে রুশ সেনাবাহিনী। এরপর থেকেই সেখানে লাগাতার হামলা চালানো হচ্ছে। শহরটিতে আটকা পড়া ৪ লাখের বেশি মানুষ বিশুদ্ধ পানি, খাবার, ওষুধ, বিদ্যুত এবং মৌলিক অন্য সব সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

আইসিআরসি-এর জেসন স্ট্রাজিউসো বলেন, ‘পরিস্থিতি খুবই খারাপ। কয়েকদিন ধরে তা আরো খারাপ হতে শুরু করেছে। সেখানে থাকা আমাদের সদস্যরা নদী থেকে পানি সংগ্রহ করে তা পান করছে। এভাবে প্রত্যেকে এ কাজটি কতোদিন করতে পারবে বিশেষ করে বয়স্করা।’