সুনামগঞ্জে ইংরেজি ভাষা শিক্ষা চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২২ | আপডেট: ৫:৫৫:অপরাহ্ণ, জুন ১০, ২০২২

সুনামগঞ্জে ইংরেজি ভাষা শিক্ষা চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার

সুনামগঞ্জ ব্যুরো প্রধান :

সুনামগঞ্জে হাওর এলাকায় ইংরেজি ভাষা শিক্ষার চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরি) শিলতায়তনে বাংলাদেশ ইংলিশ লেংগুয়েজ টিচার্স এসোসিয়েশনের (বেল্টা) সিলেট চ্যাপ্টারের উগ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সহকারি অধ্যাপক ও ডেল্টার সিলেট কোঅর্ডিনেটর প্রনব কান্তি দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ইভা রায়, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, বাংলাদেশ ইংরেজি ভাষা শিক্ষক সমিতি(বেল্টা)’র কোষাধ্যক্ষ সুমন রায়।

দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জামালগঞ্জ সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মীর মোশারফ হোসেন, দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের ইংরেজি প্রভাষক সুজিত চন্দ্র সরকার সমাজ বিজ্ঞান প্রভাষক আবু সুফিয়ান টিপু, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ছত্তার, পাগলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হেলাল আহমদ, সাবেক ইউপি জালাল উদ্দিন, এমসি কলেজের মাস্টার্স শেষবর্ষের ইংরেজি শিক্ষার্থী তৈয়বুর রহমান প্রমুখ।