কর্মধা টাইটেল মাদ্রাসা’র উদ্যোগে কুলাউড়ার বন্যা কবলিত মানুষের মাঝে ২য় ধাপে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২ | আপডেট: ৩:৫০:অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২

কুলাউড়া প্রতিনিধিঃ

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যা কবলিত বানবাসী মানুষের মাঝে ০৮ জু্লাই শুক্রবার ২য় ধাপে  ত্রাণ বিতরণ করে উপজেলার প্রাচীন ইসলামি বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসা।

মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মরহুম শফিকুর রহমানের কনিষ্ঠ পুত্র যুক্তরাজ্য প্রবাসী কামরুল হক রুহেলের অর্থায়নে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন জামেয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান শাহজান, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শায়খুল হাদীস মাওলানা ইউনুস আহমদ, মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক জুয়েল, সদস্য মোহাম্মদ রুহুল আমীন, শিক্ষক মাওলানা রফিকুর রহমান, শিক্ষক আমিম আহমদ শাম্মাম, সমাজ সেবক মোঃ আব্দুস শহীদ প্রমূখ ।

 

এর আগে ০৪ জুলাই সোমবার প্রথম ধাপে কুলাউড়া উপজেলার বন্যা কবলিত এলাকায় ঘুরে ঘুরে বানবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে জামেয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসা কতৃপক্ষ।

 

 

আলহাজ্ব হযরত মাওলানা ফারুক আহমদ কাতার প্রবাসী, জনাব সৈয়দ ফরহাদ আহমদ আমেরিকা প্রবাসী, হযরত মাওলানা মখলিছুর রহমান সৌদি আরব প্রবাসী, জনাব শামীম আহমদ লন্ডন প্রবাসী, জনাব দেলওয়ার হুসেন দুবাই প্রবাসী, সহ আরো বিভিন্ন প্রবাসী ভাই বন্ধু, মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী, কমিটির সদস্য বৃন্দ ও এলাকার জনগণের আর্থিক সহযোগিতায় প্রথম ধাপের ত্রাণ বিতরণ সফল ভাবে সম্পন্ন হয়।

 

 

 

ত্রাণ বিতরণে আর্থিক সহায়তা প্রদানের জন্য দেশ ও প্রবাসে থাকা সুহৃদ ব্যাক্তিদের৷ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামেয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শায়খুল হাদীস মাওলানা ইউনুস আহমদ।