জগন্নাথপুরে ১২৫ পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্টের নগদ অর্থ সহায়তা

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২ | আপডেট: ৮:০৭:অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২

 

জগন্নাথপুর প্রতিনিধি,
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের ১২৫ পরিবারের মধ্যে নগদ আড়াই লক্ষ টাকা প্রদান করেছে করিম ফাউন্ডেশন ট্রাস্ট।
গতকাল বুধবার দুপুরে কিশোরপুর গ্রামে ট্রাস্টিদের নিজ বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারগুলোর মধ্যে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ তুলে দেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ট্রাস্টের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী ও পাইলগাঁও ইউপি সদস্য শাহান আহমদসহ অতিথিবৃন্দ। বিতরন কালে উপস্থিত ছিলেন,ট্রাষ্টের ফাউন্ডার আব্দুল করিম গনির মাতা হুসনামা বিবি,রকিব আহম্মদ, নূর ইসলাম,দিপু দাস, আঃ রহিম, সমরেন্দ্র দাস প্রমূখ।
ট্রাস্টের ফাউন্ডার ও ট্রাস্টি আব্দুল করিম গনি জানান, গত মার্চ মাসে আমার পরিবারের সদস্যদের উদ্যোগে এ ট্রাস্ট গঠন করা হয়েছে। নিজ এলাকায় এ কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। এ ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মধ্যে মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।