ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের এস এস সি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২ | আপডেট: ৭:৫৩:অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২

কুলাউড়া প্রতিনিধিঃ

কুলাউড়া উপজেলার ভুকশিমইল ও কাদিপুর ইউনিয়নের বন্যায় আক্রান্তদের বন্যা পরবর্তী পানিবাহিত রোগ নিরাময়ে
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি পালন করেছে এস এস সি ব্যাচ- ২০০৪ ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ।

৩০ জুলাই সকালে ভুকশিমইল ও কাদিপুর ইউনিয়নের মধ্যবর্তী এলাকা ছকাপন বাজারের ফাহিমা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের

ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ বশর মিয়া এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক পালশ কর এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সফি আহমেদ সলমান

সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু ছালেহ কামরুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহবুব হাসান জসিম, সমাজ সেবক আলী হায়দার সোহেল, আবুল মনসুর রাজন।

এসময় উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়নের ইউপি সদস্য আতাউর রহমান আতিক, সমাজ সেবক মুন্না আহমদ প্রমুখ

দিনব্যাপী এ কার্যক্রমে দুটি ইউনিয়নের ৫ শতাধিক মানুষের মধ্যে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ সেবা প্রদান করা হয়।