৭ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২২ | আপডেট: ১২:০১:পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২২

৭ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ। ৮১ রানে তিন উইকেট পতনের পর আর উইকেট পড়তে দেননি আফিফ-শান্ত। দুজনে ৪৮ বলে ৫৫ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। আফিফ ৩০ ও শান্ত ১৯ রানে অপরাজিত ছিলেন। প্রথম ম্যাচ ১৭ রানে হারলেও এই ম্যাচ দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের ফাইফারে ১৩৫ রানে থামে জিম্বাবুয়ে। রাজা সর্বোচ্চ ৬২ রান করেন। রান তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে। সর্বোচ্চ ৫৬ রান করেন লিটন। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা হওয়াতে শেষ ম্যাচটি রূপ নিলো অলিখিত ফাইনালে। ২ আগস্ট বাংলাদেশ সময় বিকেল ৫টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এটি।

জিম্বাবুয়ে: ১৩৫/৮ (২০ ওভার)

বাংলাদেশ: ১৩৬/৩ (১৭.৩ ওভার)