ফেল করা ৬ শিক্ষার্থী চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেলো

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২ | আপডেট: ১:১১:অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২

পরীক্ষার রেজাল্টে ফেল আসলেও, বোর্ডে তা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেয়েছে ৬ শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

২০২১ সনের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল শুক্রবার (১৭ জানুয়ারি) প্রকাশিত হয়। এতে আবেদনকারীদের মধ্যে ৮২ জনের ফল পরিবর্তন হয়। এর মধ্যে ৫১ জন ফেল থেকে পাস, যাদের ৬ জন পেয়েছে জিপিএ-৫। ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানিয়েছেন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক ১১ বিষয়ে ৪১৯৩ জন শিক্ষার্থী ৪৬৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে।

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২২ ও ২৩ জানুয়ারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২১ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়।