জয়পাশা সরকারি প্রাথমিকবিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাফফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২২ | আপডেট: ১১:২০:অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২২

কুলাউড়া পৌর শহরে অবস্হিত জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল, দোয়া ও হামদ-নাত-কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার(৫ ডিসেম্বর) দুপুরে ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষা ও শিক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শেলি বেগমের সভাপতিত্বে এবং শিক্ষিকা শামসুন্নাহার এর পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক জেলার শ্রেষ্ট সভাপতি ও কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ।

 

 

তিনি তার বক্তব্যে আসন্ন পিএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জাতির ভবিষৎ। আলোকিত মানুষ হতে হলে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। এতে জীবনে সাফল্য আসবে। ফলেই জীবনে সফলতা অর্জন করতে পারবে। তিনি আসন্ন পরীক্ষায় তাদের সফলতা কামনা করেন।

 

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ হাজির আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা আনোয়ারা বেগম,মোছাঃ পারভীন আক্তার খানম, অনিতা বনিক, স্নিগ্ধা ভট্রাচায্য, মনিকা রানী ধর, দিলরুবা আক্তার ও তাহমিনা সামাদ প্রমুখ।
উল্লেখ্য, এবার বিদ্যালয়ের ৯৭ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।