ইতালি প্রবাসী বাবুল এর অর্থায়নে দাগনভুঞায় চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনার উদ্ভোধন

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩ | আপডেট: ৭:১৪:অপরাহ্ণ, মে ৩০, ২০২৩

বিশেষ প্রতিনিধি:

ইতালি প্রবাসী মিলানের বিশিষ্ট ব্যবসায়ী ইউরোমন্দ গ্রূপের চেয়ারম্যান ফেনী জেলা সমিতি মিলানের সভাপতি নুরুল আফসার বাবুল এর অর্থায়নে দাগনভুঞায় চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনার উদ্ভোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোবারক উল্লাহ লিটনের সভাপতিত্বে স্কুলের সহকারী শিক্ষক মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভুঞায় উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভুঞায় পৌরসভার মেয়র ফারুখ খান ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী ,৮ না ওয়ার্ড কাউন্সিলার জিয়াউল হক জিয়া ,ফেনী জেলা সমিতি মিলানের সভাপতি নুরুল আফসারে বাবুল ,,বিদ্যালয়ের সাবেক সভাপতি কামরুল ইসলাম ,যুবলীগ নেতা রেজাউল করিম পলাশ ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সামসুদ্দিন মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস। শহীদ মিনার উদ্বোধনী সময় কোর্ আন তেলাওয়াত করেন এবং দোয়া করেন শিক্ষক মাসুদুর রহমান।

আরো উপস্থিত ছিলেন দাগনভুঞায় রিপোটার্স ইউনিটিকে কোষাধক্ষ সুমন পাঠুয়ারী ,সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু সহ স্কুলের শিক্ষক অভিবাভক ও ছাত্রছাত্রীরা।

উদ্বোধন শেষে স্থানীয় নেতৃবৃন্দরা নুরুল আফসার বাবুল এর এমন সহযোগিতায় দেশে সাধারণ মানুষদের উপকার আসবে। এই ধরণের সহযোগিতা যেন অব্যাহত থাকে এই আশাবাদ ব্যক্ত করেন জণপ্রতিনিধিরা।