প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিলো ‘ক্যাম্পেইন কমিটি ইউ কে ফর ফুল্লি ফাংশন্যাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ বার্মিংহাম শাখা।

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৫ | আপডেট: ১১:০৫:পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৫

বাকা ডেস্ক বার্মিংহামঃ গত ৪ জুলাই ‘ক্যাম্পেইন কমিটি ইউ কে ফর ফুল্লি ফাংশন্যাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’-এর এক প্রতিনিধি দল।

বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনার মো:আলিমুজ্জামান-এর নিকট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বরাবর এক স্মারকলিপি হস্তান্তর করে। আহবায়ক ফয়জুর রহমান চৌধুরী এমবিই-এর নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সচিব আব্দুল মালিক পারভেজ এবং অর্থ সচিব- আব্দুল কাদির আবুল।

ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর এবং অন্যান্য এয়ারলাইনের ফ্লাইট চালুসহ বিভিন্ন দাবী দাওয়া বাস্তবায়নের দাবী সম্বলিত স্মারকলিপিটি প্রধান উপদেষ্টার কাছে যথাশীঘ্র সম্ভব পাঠানোর আশ্বাস প্রদান করেন সহকারী হাই কমিশনার।

প্রবাসীদের দীর্ঘদিনের দাবীগুলি নিয়ে সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলীমুজ্জামানের সাথেও প্রতিনিধি দলের বিস্তারিত আলাপ হয়। তিনিও দাবীগুলির প্রতি পূর্ণ সমর্থন প্রদান করেন। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে অদ্যাবধি দেশের প্রতি প্রবাসীদের অবদানের বিষয়টি বিবেচনায় এনে প্রতিটি ন্যায্য দাবী বাংলাদেশ সরকার বাস্তবায়ন করবে বলে প্রতিনিধি দল আশা প্রকাশ করে।