বার্মিংহামে ওসমান হাদি হত্যার প্রতিবাদে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খেলাফত মজলিস ইউকে নর্থের উদ্যোগে ২৯ ডিসেম্বর, সোমবার বিকালে বার্মিংহাম আস্টনস্থ ইকবাল ব্যাংকুয়িটিং হল বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে আয়োজিত নাগরিক শোকসভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র, বিপ্লবী ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবি জোরালোভাবে উপস্থাপন করা হয়।
ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা ও দেশীয় সংস্কৃতি রক্ষার আন্দোলনে অল্প সময়ে যে বার্তাটুকু ওসমান হাদি দিয়ে গেছেন, তা ভবিষ্যত বাংলাদেশপন্থী ও সুশাসনের রাজনীতির জন্য মাইলফলক হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন- প্রধান অতিথি, কেন্দ্রীয় নায়েবে আমির, অধ্যাপক আব্দুল কাদির সালেহ।
খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখা সভাপতি- মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি- মাওলানা এনামুল হাসান সাবিরের পরিচালনায় নাগরিক শোক সভায় তিনি আরো বলেন- ‘ যারা আল্লাহর জন্য জীবন দেয়, তাদের মৃত্যু নেই। শহীদ ওসমান হাদি এখন প্রতিটি মায়ের সন্তান হিসেবে পুরো দেশে আদর্শিকভাবে বিচরণ করছেন। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় তার খুনিদেরকে দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে’ ।
তরুন জুলাই যুদ্ধা নুফায়েজ রাইয়্যানের কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া নাগরিক শোক সভায় লিখিত প্রবন্ধ পেশ করেন সহসভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ ।
শহীদ হাদী স্মরনে স্বরচিত কবিতা পাঠ করেন সহ-সভাপতি কবি মুফিদুল গনি মাহতাব ।
অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখেন ঃ-
* আলহাজ্ব এনামুর রহমান
* ব্যারিষ্ঠার আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল
* মুফতী হাফিজ মঈনুল ইসলাম রায়হান
* এডভোকেট মুহাম্মাদ আল ইসলাম
* ক্বারী মাওলানা মুহাম্মদ মুনির
* মাওলানা দিলাওয়ার হোসাইন
* হাফিজ মাওলানা শাহেদ আহমদ
* আলহাজ্ব আব্দুল ওয়াদুদ
* জনাব শফিকুল ইসলাম চন্চল
* জনাব কলিমউল্লাহ বকুল
* জনাব কাজী আলা উদ্দীন
* হাফিজ হোসাইন আহমদ
* মাওলানা উবায়দুল্লাহ
* মাওলানা লুৎফুর রহমান
* মাওলানা আসাদুজ্জামান
* মাওলানা ইউসুফ বিন আকিল
* মাওলানা নজরুল ইসলাম
* নুফাইজ রাইয়ান প্রমুখ ।
বক্তাগণ তাদের বক্তব্যে আরো বলেন ,
“ শহীদ উসমান হাদীর হত্যার বিচার না হলে আগামী প্রজন্ম থেকে দেশপ্রেমিক শাসক তৈরী হবেনা । শুধু তাই নয় –
এরকম হাদী বার বার জন্ম নেয়না একবারই নেয়। তাই হাদীর মত আগামী প্রজন্ম কে গড়ে তুলতে হবে। নতুবা বারবার ফ্যাসিস্টের জন্ম হবে । “
“ হাদীর হত্যকারীর বিচার করে রাস্ট্রযন্ত্রকে পরিবর্তন করতে হবে। এ লক্ষ্যে
আগামী নির্বাচনে হ্যা ভোটকে জয়যুক্ত করে জুলাই সুনদকে বাস্তবায়ন করতেহবে।”
সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ ।

