বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউএন অফট্রো বাংলার গভীর শোক ও শ্রদ্ধা

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫ | আপডেট: ১১:৩১:পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ‘অর্গানাইজেশন ফর দি রেকগনিশন অব বাংলা অ্যাজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দি ইউনাইটেড ন্যাশনস’ (UN OFTRO BANGLA)।

বুধবার (৩১ ডিসেম্বর) এক যৌথ শোকবার্তায় সংগঠনের সভাপতি তাজুল হোসেন চৌধুরী ও মহাসচিব ফয়েজুর রহমান চৌধুরী এমবিই এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দের বক্তব্য বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের জাতীয় উন্নয়ন, অগ্রগতি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তারা বলেন, “দেশের জাতীয় ঐক্য ও সংহতি জোরদারে তিনি সুদূরপ্রসারী ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন আপোষহীন জাতীয় নেত্রী এবং গণতন্ত্র ও মানবতার অকুতোভয় যোদ্ধাকে হারালো।”

ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতি ইউএন অফট্রো বাংলার নেতৃদ্বয় দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা এবং তার রাজনৈতিক জীবনের অপরিসীম ত্যাগ-তিতিক্ষার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ্য যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন একে একে তাদের শোকবার্তা পাঠাচ্ছে।